বাংলা সাজেশন্স

১১তম- ২০তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের সাজেশন্স।

চাকুরি পরীক্ষার জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ।

আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান, তাহলে অবশ্যই বাংলায় ভালো দক্ষতা থাকতে হবে, তবে এর জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে।

কিছু টপিক্স আছে আপনাকে জানতেই হবে। অন্যতায় আপনার পরীক্ষা ভালো হবে না। মনে রাখবেন ১/২ নাম্বারের জন্য আপনার পরীক্ষা খারাপ হতে পারে।

 কারণ, চাকরি পরীক্ষায় ১/২ নাম্বারের ব্যবধানেই একজন এগিয়ে থাকে আবার অন্যজন পিছিয়ে যায়।

পরীক্ষা মূলত প্রিলি ও লিখিত হয়। আজ আমি লিখিত টপিক্সগুলো তুলে ধরব, যা আপনাকে জানতেই হবে। 

*** বাংলা ব্যাকরণ:

লিখিত পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ। যে টপিক্সগুলো আপনাকে পড়তেই হবে তা নিচে তুলে ধরা হলো।

১. সন্ধি : 

আপনি যখন লিখিত পরীক্ষা দিতে বসবেন, দেখবেন প্রায় ৯৮% লিখিত পরীক্ষায় এই টপিক্স থেকে প্রশ্ন পাবেন, তাই এই টপিক্স আপনাকে ভালোভাবে আয়ত্ত করতেই হবে। আপনি বাজারের যেকোনো বই থেকে চর্চা করতে পারেন। আর বিভিন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে।

আমি খুব শিগগির সন্ধি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন+ সহজ লেকচার তুলে ধরব ইনশাল্লাহ।

২. সমাস: 

সমাসের নাম শুনলেই বেশিরভাগ প্রার্থীর ভয় লাগে। কিন্তু, বিশ্বাস করুন, এই টপিক্স না জেনে অন্তত লিখিত পরীক্ষা বসলে জীবনে অনেক পরীক্ষা খারাপ হবে। তাই,  যেভাবেই হোক আপনি যদি চাকরি পরীক্ষায় ভালো করতে চান তাহলে সমাস জানার বিকল্প কিছু দেখছি না। কোন বিষয়গুলো পড়তেই হবে তা আমি খুব শিগগির আপনাদের মাঝে  প্রদান করব। বিস্তারিত আসছে…

৩. কারক ও বিভক্তি: 

এই টপিক্স খুবই সহজ। মনোযোগী হলে এটা আয়ত্ত করতে পারবেন। যেকোনো বইয়ে বা যে কারও লেকচার দেখে শিখে নিতে পারেন।

বিস্তারিত আসছে…

৪. প্রতিশব্দ/ সমার্থক শব্দ: 

এই টপিক্স থেকে লিখিত পরীক্ষায় কমন পাবেন ৯৮%। অর্থাৎ,  এখান থেকে প্রশ্ন আসবেই। তবে আপনি কৌশলী হতে পারলে খুবই কম সময়ে এই টপিক্সে পারদর্শী হতে পারবেন। বিগত সালের প্রশ্ন+ আরও কিছু শব্দ আছে তা শিখলেই চলবে। বিস্তারিত আসছে…

৫. বিপরীত শব্দ: 

বিগত সালে আসা সব প্রশ্ন মুখস্থ রাখবেন।

এ টপিক্স থেকেও ৯৮% প্রশ্ন কমন পাবেন যেকোনো লিখিত পরীক্ষায়। বিগত সালেরগুলো একদম মুখস্থ করে ফেলবেন। বিস্তারিত আসছে…

৬. বাগধারা:

এখান থেকে লিখিত পরীক্ষায় ১০০% কমন পাবেন। পরীক্ষার প্রশ্ন হাতে নেওয়ার সাথেসাথেই দেখবেন এখান থেকে প্রশ্ন আসছে। তবে ৪০০/৫০০ বাগধারা পড়লেই ১০০% কমন পাবেন। বিস্তারিত আসছে…

৭. বাক্য সংকোচন/ সংক্ষেপণ/ এককথায় প্রকাশ:

এখান থেকেও ১০০% কমন পাবেন। ৪০০/৫০০ মুখস্থ করলেই যথেষ্ট। 

৮. বানান শুদ্ধিকরণ :

এখান থেকে ১০০% কমন পাবেন ৫০০/৬০০ বানান মুখস্থ/ নিয়ম জেনে মুখস্থ রাখতে হবে। বিগত সালে আসা সব প্রশ্ন মুখস্থ করবেন সবার আগে।

৯. প্রয়োগ/ অপপ্রয়োগ : 

এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে।

১০. বাক্য শুদ্ধিকরণ:

এখান থেকেও প্রশ্ন পাবেন। বিগত সালের প্রশ্নগুলো সবসময় চর্চা করবেন।

উপরোল্লিখিত টপিক্সগুলো একবার আয়ত্ত করতে পারলে বাংলা বিষয়ে আপনার লিখিত পরীক্ষা হবে চমৎকার। মনে রাখবেন এখান থেকে প্রশ্ন আসবে। আপনি যেকোনো বই বা লেকচার দেখে পড়তে পারবেন।

আর যে টপিক্সগুলো প্রিলির জন্য পড়বেন/ কীভাবে পড়বেন,  সেই তালিকাও এখানেই পাবেন।

অপেক্ষা করুন…

ভালো কিছু হবে ইনশাল্লাহ!

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *